কনটেন্টটি শেষ হাল-নাগাদ করা হয়েছে: মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৫ এ ০২:০৪ PM
কন্টেন্ট: সেবা এবং ধাপ
সেবাঃ
| ক্রমিক নং | সেবার নাম | সেবা গ্রহীতা | ট্রেডের নাম | কোর্সের মেয়াদ | আসন সংখ্যা জন | বয়স ও শিক্ষাগত যোগ্যতা | কোর্স ফি | ধরণ ও ভাড়া | সেবার(প্রশিক্ষণ)স্থান | তথ্য সরবরাহে নিয়োজিত কর্মকর্তার নাম ও ফোন |
| ০১। | প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ(আবাসিক) | মুক্তিযোদ্ধা পোষ্য দুঃস্থ,নেশাগ্রস্থ,দরিদ্র ও বেকার যুবক ও যুব মহিলা | গবাদি পশু হাঁস-মুরগী পালন মৎস্য চাষ ও কৃষি বিষয়ক | জুলাই,অক্টোবর,জানুয়ারী, এপ্রিল | ০৪জন | ১৮-৩৫বছর কমপক্ষে ৮ম শ্রেণী পাশ | ১০০/- | আবাসিক,মাসিক ১২০০/-হারে ৩০০০/-ভাতা প্রদান করা হয়। | যুব প্রশিক্ষণ কেন্দ্র , শিকারীকান্দা, ময়মনসিংহ। | উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা, ক্রেডিট সুপারভাইজার ০৯০২৮৭৫৪৫৭ |
| ০২। | প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ(অনাবাসিক) | - | পোশাক তৈরী,মৎস্য চাষ,মডার্ণ অফিস ম্যানেজমেন্ট এন্ড কম্পিউটারএপ্লিকেশন,বেসিক কম্পিউটার,ইলেকট্রিক্যাল এন্ড হাউজ ওয়্যারিং, ইলেকট্রনিক্স,রেফ্রিজারেশন এন্ড এয়ারকন্ডিশনিং এবং মোবাইল সার্ভিসিং | ১মাস থেকে ৬ মাস পর্যন্ত | প্রতি ব্যাচে ০২-০৩জন | ১৮-৩৫বছর কমপক্ষে ৮ম শ্রেণী পাশ তবে কম্পিউটারের জন্য কমপক্ষেএইচ,এস,সি পাশ | ৫০/-টাকা থেকে ৫০০/- টাকা পর্যন্ত তবে বেসিক কম্পিউটারের জন্য ১০০০/-টাকা মাত্র | অনাবাসিক, কোন প্রকার ভাতা প্রদান করা হয়না | মূক-বধির বিদ্যালয়,সার্কিট হাউজ রোড,ময়মনসিংহ ও মৎস্য চাষের প্রশিক্ষণ স্থান-বীজ উৎপাদন খামার,মাসকান্দা ময়মনসিংহ। | উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা, ক্রেডিট সুপারভাইজার ০৯০২৮৭৫৪৫৭ |
| ০৩। | অপ্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ (রাজস্ব) | - | পারিবারিক হাঁস-মুরগী পালন,গাভি পালন,মৎস্য চাষ,শাক সবজি চাষ সহ স্থানীয় চাহিদা অনুযায়ী যে কোন ট্রেড | ০৭দিন থেকে ২৫দিন পর্যন্ত(বাজেট প্রাপ্তি ও নির্দেশনা অনুযায়ী) | প্রতি ব্যাচে ৩০জন | ১৮-৩৫বছর কমপড়্গে ৫ম শ্রেণী পাশ | বিনামূল্যে | অনাবাসিক, কোন প্রকার ভাতা প্রদান করা হয়না | সংশ্লিষ্ট এলাকার সুবিধাজনক প্রতিষ্ঠান | উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা, ক্রেডিট সুপারভাইজার ০৯০২৮৭৫৪৫৭ |
| ০৪। | অপ্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ(কর্মসংস্থান ও আত্মকর্মসংস্থান প্রকল্প) | - | পারিবারিক হাঁস-মুরগী পালন,গাভি পালন,মৎস্য চাষ,শাক সবজি চাষ সহ স্থানীয় চাহিদা অনুযায়ী যে কোন ট্রেড | ০৭/১৪/২১দিন (বাজেট প্রাপ্তি ও নির্দেশনা অনুযায়ী) | প্রতি ব্যাচে ৪০জন | - | - | - | - | - |
খ। আত্মকর্মে উদ্বুদ্ধকরণ সংক্রান্ত সেবাঃ উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তাসহ ক্রেডিট সুপারভাইজারগণপ্রশিক্ষিতযুবদের আত্মকর্মে উদ্বুদ্ধ করার লক্ষ্যেবাড়ি-বাড়ি গমন করে বিভিন্ন ধরণের মটিভেশনাল কার্যক্রম চালিয়ে থাকে।
গ। যুবঋণ সংক্রান্ত সেবাঃ
| ক্রমিক নং | সেবার নাম | ঋণের জন্য প্রশিক্ষণের ধরণ | ঋণের পরিমান (জনপ্রতি) | সার্ভিস চার্জ | কিস্তিপরিশোধের ধরণ | গ্রেস পিরিয়ড | পরিশোধের মেয়াদ | জামানত | ঋণের দফা | ঋণ গ্রহনে খরচ | ঋণ গ্রহনের সময়সীমা | তথ্য সরবরাহে নিয়োজিত কর্মকর্তার নাম ও ফোন |
| ০৫। | প্রকল্পের অনুকূলে ঋণ প্রদান | অপ্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ (রাজস্ব) | ৩০,০০০/- টাকা থেকে ৫০,০০০/-টাকা পর্যন্ত | ১০%(ক্রমহ্রাসমান হারে) | মাসিক | ০৩মাস | ২৪ জন | ঋণ গ্রহীতা/ জামিনদারের মূল দলিল,খারিজ ও হালসাগাদ দাখিলা জমা নেয়া হয়।জামিনদার সরকারি চাকুরীজীবি হলে জমির কাগজপত্র শিথিলযোগ্য | ০৩ বার | ১। আবেদন ফরম-২০/- ২। ৩০০/-নন জুডিশিয়াল ষ্ট্যাম্প | আবেদন দাখিল থেকে অনুমোদন সহ ঋণ প্রাপ্তির সময়সীমা ০১মাস | উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা, ক্রেডিট সুপারভাইজার ০৯০২৮৭৫৪৫৭ |
| ০৬। |
| অপ্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ(কর্মসংস্থান ও আত্মকর্মসংস্থান প্রকল্প) | ২০,০০০/- টাকা থেকে ২৫,০০০/-টাকা পর্যন্ত | - | - | - | - | - | - | - | - | - |
| ০৭। |
| প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ (রাজস্ব)) | ৪০,০০০/- টাকা থেকে ১,০০,০০০/-টাকা পর্যন্ত | - | - | - | - | - | - | - | - | - |
ঘ। যুবসংগঠন তালিকা ভূক্তিকরণ সংক্রান্ত সেবাঃ
| ক্রমিক নং | সেবার নাম | সংগঠনের ধরণ | আবেদন ফরম প্রাপ্তির স্থান | প্রয়োজনীয় কাগজ-পত্র | খরচ | উপজেলা থেকে জেলাতে প্রেরণের সময়সীমা | জেলা কার্যালয় কর্তৃক কর্ম সম্পাদনের সময়সীমা | তথ্য সরবরাহে নিয়োজিত কর্মকর্তার নাম ও ফোন |
| ০৮। | তালিকাভূক্তি | যুব সংগঠন | জেলা কার্যালয়,যুব উন্নয়ন অধিদপ্তর,ময়মনসিংহ | আবেদন ফরমের সাথে প্রয়োজনীয় কাগজ-পত্রের তালিকা দেয়া থাকে | কোন খরচ নেই | পরিদর্শন সহ সর্বোচ্চ ১২ দিন | ১২দিন | উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা/ সহকারী পরিচালক,ময়মনসিংহ ০৯০২৮৭৫৪৫৭ |
ঙ। অনুদান সংক্রান্ত সেবাঃ যুব ও ক্রীড়া মন্ত্রণালয় থেকে প্রতি বছর বাছাইকৃত যুব সংগঠনকে ২০,০০০/- টাকা ২৫,০০০/-টাকা পর্যন্ত অনুদান প্রদান করা হয়।অনুদান ফরম অধিদপ্তরের ই-মেইল ঠিকানা www.dyd.gov.comথেকে
সংগ্রহ করা যায়।
চ। পুরস্কার সংক্রান্ত সেবাঃ জাতীয় যুব পুরস্কার,কমনওয়েলথ যুব পুরস্কার ও সার্ক ইয়ুথ এ্যাওয়ার্ড সারাদেশ থেকে বছরে সর্বমোট ২৪ জনকে প্রদান করা হয়।